11/10/2025 শহীদ এম. মনসুর আলী কলেজ গেটের ভিত্তি প্রস্তর উদ্বোধন
Mahbubur Rohman Polash
৬ October ২০১৯ ১৯:১৮
-2019-10-06-19-15-33.jpg)
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনার শহীদ এম. মনসুর আলী কলেজের প্রধান ফটকের গেট এর ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় প্রধান ফটকের গেট এর ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন।
শহীদ এম. মনসুর আলী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিনের সভাপতিত্বে এসময় শহীদ এম. মনসুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, পরিচালনা কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, শিক্ষক প্রতিনিধি মো. আশরাফ আলী, গোলাম মোস্তফা কামালসহ শিক্ষক মন্ডলী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পাবনা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে প্রধান ফটকের গেট নির্মাণসহ কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
আর কে আকাশ
পাবনা থেকে
০১৮৬৪ ৪৫৮৫৯১