11/10/2025 সিরাজদিখানে মাদক বিরোধী ক্যাম্পেইন ও কাউন্সেলিং অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
১৬ October ২০১৯ ১৯:৪১
-2019-10-16-19-40-30.jpg)
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বুধবার বেলা ১১ টা থেকে
বিকাল ৪ টা পর্যন্ত ম্যাপ গ্রæপ ফ্রেন্ডস এসোসিয়েশন অব
মালখানগর এর আয়োজনে মাদক বিরোধী ক্যাম্পেইন ও
কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়নের
মালখানগর ডিগ্রি কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ওই
ইউনিয়নের যুব শ্রেণীর ছেলে এবং মেয়ে অংশ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ
স্কাউটস কৌশলগত পরিকল্পনা এবং গ্রোথ এর উপ-জাতীয়
কমিশনার মোঃ জিয়াউল হুদা হিমেল। এছাড়া আরো উপস্থিত
ছিলেন, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর মহিলা
বিষয়ক সম্পাদিক সুলতানা আখতার, টিম লিডার আমির
হোসেন খান, টিম লিডার সহকারী আবুল হোসেন খান,
সদস্য মহসিনা আক্তার মিমি, শারমিন আক্তার, শ্যামা রানী দে,
মেহেদী রহমান, টুম্পা রাজবংশী, শিব্রা মন্ডল প্রমূখ।