11/16/2025 ইন্দোরে কাল টেস্ট শুরু
odhikar patra
১৩ November ২০১৯ ১৭:৪৮
‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের জন্মও ইন্দোরে। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডুর মৃত্যু (১৯৬৭ সালে) হয়েছে এই শহরে। লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানিওর ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠাও এখানে।
বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আগামীকাল ইন্দোরেই শুরু হচ্ছে। মধ্য প্রদেশের শুনসান এই শহরটাতে অবশ্য দুই প্রতিবেশি দেশের সাদা পোশাকের লড়াই নিয়ে তেমন উন্মাদনা চোখে পড়েনি। তবে ভারতীয় ক্রিকেটের আলোচনাতেও ইন্দোরের অবস্থান বেশ পোক্ত। বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান (১১২, প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৬) সৈয়দ মুশতাক আলীও ইন্দোরের। যার নামেই এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে একটি টি-২০ টুর্নামেন্ট রয়েছে।