11/10/2025 ১৬ আসামির হাইকোর্টে আপিল
odhikar patra
১৪ November ২০১৯ ১৪:৪১
হাইকোর্টে জেল আপিল করেছেন মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামি নুসরাত জাহান রাফি হত্যা মামলায় । মঙ্গলবার বিকেলে তারা জেল আপিল ফাইল করেন, হাইকোর্টের আপিল সেকশন থেকে জানানো হয়। ১৬ আসামি এখন কুমিল্লা এবং চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে রয়েছেন।
আপিলকারীরা হলেন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রূহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।
আপিলের প্রেক্ষিতে এখন হাইকোর্ট সেকশনে পেপারবুক তৈরি হবে। একই সঙ্গে প্রসিকিউশনের ডেথ রেফারেন্স এবং আপিলকারীদের জেল আপিলের শুনানি হবে। জেল আপিলে তারা হাইকোর্টের কাছে বেকসুর খালাস চেয়েছেন বলে জানা গেছে।
নুসরাত হত্যা মামলায় গত ২৪ অক্টোবর ১৬ আসামির মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ডের রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।