11/16/2025 হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দিল
odhikar patra
১৬ November ২০১৯ ১৭:৩০
জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিবকে দলে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। আগামী ১৯ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। বর্তমান স্কোয়াডের মধ্যে কে থাকবেন আর কে থাকবেন না, গতকাল নির্ধারণ করে ফেলল ফ্র্যাঞ্চাইজিগুলো। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলোতে খেলা সাকিব আল হাসান গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো এবার আইপিএলে খেলতে পারছেন না।
আপাতত আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড় থাকছে না। তবে আইপিএলের নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি অন্য কোনো বাংলাদেশি তারকার প্রতি আগ্রহী হলে ভিন্ন কথা। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৯ অক্টোবর। আইপিএলের মৌসুম তাঁর আগেই শেষ হয়ে যাবে। ফলে সাকিব কে দলে রেখে কোনো লাভ নেই হায়দরাবাদের।এ কারণেই সাকিবের জায়গায় অন্য কোনো বিদেশি তারকার দিকে ঝুঁকবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ঘাটতি তারা কীভাবে কাকে দিয়ে পূরণ করতে পারে, সেটা দেখার বিষয়।