মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টর শুভ উদ্বোধন।
Published: 2021-01-06 01:00:36 BdST, Updated: 2021-01-19 02:59:11 BdST
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টর শুভ উদ্বোধন ।
গতকাল মঙ্গলবার ৫ জানুয়ারি সন্ধ্যায় জেলার শহরের সুপার মার্কেট এলাকায় অবস্থিত সদর ফাড়ি কার্যালয়ের মাঠে মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। বিশেষ অতিথি জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম এর সভাপতিত্ব বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল। টুর্নামেন্টে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৫ টি দলের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত ৫১ টি দলসহ এবারে টুর্নামেন্টে ৮৬ টি টিম অংশগ্রহন করছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।