ঢাকা, ৬ জানুয়ারি, ২০২০ : রাঙ্গুনিয়ার কৃতি ছাত্রলীগ নেতা ওয়ায়েস কাদেরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গত বছর ৭ জানুয়ারি বিকেলে মাত্র ৩০ বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ওয়ায়েস কাদেররের কথা স্নেহভরে স্মরণ করেন ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সদস্য, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ওয়ায়েস কাদেরের কর্তব্য ও নিষ্ঠার জন্য তাকে মানুষ স্মরণে রাখবে, আমরা তার আত্মার চিরশান্তি প্রার্থনা করি’।