ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২০ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ অনুষ্ঠিতব্য ১৬তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন‘বঙ্গবন্ধু লিভারকন ২০২০’ জাতির জনকের প্রতি উৎসর্গ করছে।
আগামীকাল বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভলপমেন্টে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হবে।
সারা দেশ থেকে সাড়ে চারশ’র বেশী লিভার, মেডিসিন, সার্জারী ও অন্যান্য বিশেষজ্ঞ সম্মেলনে এ অংশ নিচ্ছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলনে দেশী-বিদেশী লিভার বিশেষজ্ঞদের মেলবন্ধন হিসেবে কাজ করবে এবং আগামীতে দেশের লিভার রোগের চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশে লিভার রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। এর প্রধান কারণ হেপাটাইটিস বি ভাইরাস। পাশাপাশি ফ্যাটি লিভার আর হেপাটাইটিস সি ভাইরাসও এদেশে লিভারের জটিল রোগগুলোর অন্যতম কারণ।