04/19/2025 জরুরী খাদ্য চাহিদা ফরম পূরণ করলে খাদ্য পেয়ে যাবে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি
Mahbubur Rohman Polash
৫ এপ্রিল ২০২০ ১৩:৩২
Bangladesh high commission Malaysia er official Facebook page বলা হয়েছে আমরা না খেয়ে মরতে দেবনা কাউকে
করোনা এর বিস্তার প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষিত MCO (Movement Control Order) এর কারণে যে সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক খাদ্য সংকটে আছেন তাঁদেরকে লিংকে প্রদত্ত ফরম পূরণ করে হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হলো।
#লিঙ্ক: https://corona.bdhckl.gov.bd
#ফরম পূরণ করতে অসুবিধা হলে অনুগ্রপূর্বক যোগাযোগ করুন:
+৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১৩৬৩৩০১০৩, +৬০১১২৬৯৯১১৫০, +৬০১৭৬২৩২১৮৩, +৬০১৬৭৯০৭৪৩৪ এবং +৬০১২৪৩১৩১৫০ ।
#আমরা কাউকে অভুক্ত অবস্থায় থাকতে দিতে চাই না। এ মুহূর্তে চলাচল দুরূহ হলেও আমরা আপনাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেবার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
#ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।
ধন্যবাদ।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।