04/20/2025 ৬০ বছরের মোঃ মহিউদ্দিন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন শ্রীনগরে প্রথম করোনা আক্রান্ত রোগী
ahsanul islam
১ মে ২০২০ ০৫:২১
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ শ্রীনগরে প্রথম সনাক্ত হওয়া করোনা রোগী ৬০ বছরের মোঃ মহিউদ্দিন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতাল থেকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১০ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্থিত্ব ধরা পরে। পরদিন তাকে চিকিৎসার জন্য কুয়েক মৈত্রি হাসপাতালে প্রেরণ করা হয়। ডাঃ রেজাউল ইসলাম আরো জানান, সুস্থ্য হওয়া রোগীর পুত্রবধু সহ উপজেলার আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী অনেকটাই সুস্থ্য রয়েছেন। তাদের কেউ সংকটাপন্ন নয়।
মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ রাজু জানান, কোন পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের প্রতি অমানবিক আচরণ করা ঠিক নয়। দেশের কেউ এখন ঝুকি মুক্ত নয়। তাই বাস স্থানের একটা অংশ আগে থেকেই প্রস্তত রাখা দরকার। তিনি নিজেদের অভিজ্ঞতা থেকে বলেন, করোনা রোগীর জন্য মানসিক সাপোর্ট খুব জরুরী। তার বাবা সহ পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন।