04/20/2025 মুন্সীগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৯২ জন।
ahsanul islam
১৩ মে ২০২০ ০৪:২০
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে জেলায়। দিনে দিনে বাড়ছে নতুন নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (১২ মে) নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে জেলায়। এই নিয়ে মুন্সীগঞ্জে মোট ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, গজারিয়ায় ৬ জন এবং লৌহজং উপজেলায় আক্রান্ত হয়েছে এক জন । ফলে জেলায় আক্রান্তের সংখ্যাটা ২৯২ তে পৌছেছে।
সদর উপজেলায় নতুন ১৩ জন আক্রান্তের মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার নারী (৫০), পঞ্চসারের নতুনগাঁও পিবিআই অফিসের পুলিশ সদস্য পুরুষ (২৮), মোল্লাকান্দির মাহিলা (৭০), মানিকপুরের মহিলা (৬০), মানিকপুরের কন্যা শিশু (৭), রিকাবীবাজারের মহিলা (৪৫), রিকাবীবাজারের পুরুষ (৩২), মুক্তারপুরের মহিলা (৩৮), আটপাড়া গ্রামের পুরুষ শিশু (১০), পানাম গ্রামের পুরুষ (৪২), আমতলা গ্রামের নারী (৩০), মালিপাথর গ্রামের মহিলা (২৭) । এছাড়াও পুরুষ (২৪) রয়েছে আক্রান্তের তালিকায । অন্যদিক গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা পজেটিভ এসছে। তাদের মধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ (৫৮), পুরুষ (৩২) ও পুরুষ (১৬)। গজারিয়া সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (৩৯), পুরনো বাউশিয়া গ্রামের পুরুষ (৫২) ও লক্ষীপুরা গ্রামের মহিলা (৫০) এর শনাক্ত হয়েছে করোনা । অপরদিকে লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের পুরুষের (২৯) রযেছে করোনা আক্রান্তের তালিকায় ।