04/20/2025 সিরাজদিখানে নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত।
ahsanul islam
৬ জুন ২০২০ ০৩:৫৭
সিরাজদিখানে নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত।
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ শুক্রবার (৫ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাত সহ নতুন করে ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।।
তিনি জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়ার ১ জন ৩ বছরের শিশুসহ দুই জন পুরুষ ২০,২৩ ও এক নারী ৭৫ বছর বয়সী,মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের ২ জন পুরুষ ৩৫,৫০ বছর ও মালখানগর গ্রামের ২ জন নারী ৪০ ও ২৬ বছর বয়সী,ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া ও ইছাপুরা গ্রামের ১জন পুরুষ ১৯ ও ৪৭ বছর বয়সী ,শেখরনগর ইউনিয়নে ১জন পুরুষ ৫২ ও ১ জন নারী ৭৫ বছর বয়সী , রশুনিয়া ইউনিয়নের ১ জন পুরুষ ২৬ বছর বয়সী ,জৈনসার ইউনিয়নের চাইণপাড়া গ্রামের ৬০ ও ৩৪ বছরের ২ জন পুরুষ এবং নিমতলী এলাকার ৩০ বছর বয়সী ১ জন নারী করোনা শনাক্ত হয়েছে ।
সিরাজদিখান উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ১২৯ জন,সুস্থ হয়েছে ৫৮ জন ও মৃত্যু হয়েছে ২ জনের।