04/21/2025 সিরাজদিখানে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত।
ahsanul islam
৫ জুলাই ২০২০ ০৭:০৯
মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ৪ জুলাই শনিবার ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ১ ও ২ জুলাই পাঠানো নমুনায় ৯ জন পুরুষ ও ১ জন নারী আক্রান্ত হয়।
শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের এক জন ৭৫ বছরের নারী ও বাকি ৯ জন হল ইছাপুরায় ২৫,রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়ায় ৫২,পল্লী বিদ্যুতের ৩০,খিল্লাপাড়ায় ৭১,সুখের ঠিকানা ৩৫ বছরের পুরুষসহ বারইখালি ৭০,মালখানগর ৬০,ব্রজেরহাটি ৭০,ইউএসসি ৫৫ বছরের পুরুষসহ মোট ১০ জন কারোনায় আক্রান্ত হয়েছে।
এ উপজেলায় সর্বমোট ৩৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সুস্থ হয়েছে ২৩২ জন ও মৃত্যু হয়েছে ৯ জনের।