04/30/2025 তালতলীতে করোনা উপসর্গ নিয়ে আবাসিক হোটেলে ডাক্তারের মৃত্যু
তালতলীতে করোনা উপসর্গ নিয়ে আবাসিক হোটেলে ডাক্তারের মৃত্যু
Biplob
১১ জুলাই ২০২০ ২৩:১০
বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে করোনা উপসর্গ নিয়ে শনিবার ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছে।
জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসার নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। চিকিৎসা কালীন সময়ে সে গত প্রায় ৩বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য়তলার ২০ নম্বর রুমে রাত্রি যাপন করতেন। ওই হোটেলের পাসের এক রুমের আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত ৪-৫ দিন আগ থেকে ইদ্রিসুর রহমানের গায়ে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা ছিল। সে খাওয়া-দাওয়া করতে না পারায় গত গভীররাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে তার খোজ নিতে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়।তার ১স্ত্রী ও ৩কন্যা রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন।
তালতলী থানার এসআই রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হার্টস্টকে মৃত্যুবরণ করেন।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: