04/24/2025 ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা
Biplob
১৩ অক্টোবর ২০২০ ০২:৪৬
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ দুপুরে রাজশাহী ছাত্রলীগ ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড দাবিতে বিক্ষোভ করেন। মিছিলে বলেন ‘আমরা ছাত্রলীগ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ চাই’ এই স্লোগানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বেলা ১২টার দিকে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের নামে বিএনপি ও জামায়াত-শিবির, সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসানার নামে কুটক্তি করায় রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ এই বিক্ষোভের আয়োজন করে। এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ কার্যকরের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রলীগ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষসহ নেতৃবৃন্দরা।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: