04/19/2025 শেখ হেলাল উদ্দিন এমপি'র মায়ের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
Mahbubur Rohman Polash
১৭ নভেম্বর ২০২০ ০৫:৩৪
ঢাকা, সোমবার ১৬ নভেম্বর ২০২০:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি এবং শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েল এমপি'র মাতা শেখ রাজিয়া নাসেরের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে রাজিয়া নাসেরের ইন্তেকালের সংবাদে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য শেখ রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি'র দাদী।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত শেখ রাজিয়া নাসেরকে একজন মমতাময়ী রত্নগর্ভা মাতা হিসেবে বর্ণনা করে বলেন, তিনি সন্তানদের জাতির একনিষ্ঠ সেবক হিসেবে গড়ে তুলেছেন।
-মীর আকরাম উদ্দীন আহম্মদ
পরিচালক-জনসংযোগ, তথ্যমন্ত্রীর দপ্তর
nijhum77@yahoo.com