04/21/2025 পাপুয়া নিউ গিনিতে জেলখানায় গুলিতে ১৭ বন্দি নিহত
Admin 1
১৬ মে ২০১৭ ০৯:৩৭
পাপুয়া নিউ গিনির একটি জেলখানায় গুলিতে ১৭ বন্দি নিহত হয়েছে। বন্দিরা জেল ভেঙ্গে পালানোর চেষ্টাকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৫৭ বন্দি পালিয়ে গেছে। সোমবার খবরে একথা বলা হয়েছে।
প্রশান্ত মহাসাগর উপকূলীয় দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী লায়েরের বুইমো জেলখানা ভেঙ্গে শুক্রবার সেখানকার বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর এএফপি’র।
পুলিশের বরাত দিয়ে পিএনজি পোস্ট-কোরিয়ার ও ন্যাশনাল নিউজপেপার এই ঘটনায় ১৭ বন্দির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। এছাড়াও এতে অপর তিন বন্দিকে পাকড়াও করা হয়েছে এবং ৫৭ জন পলাতক রয়েছে।
লায়ের পুলিশ মেট্রোপলিটন কমান্ডার চিফ সুপারিন্টেন্ডেন্ট এন্থনি ওয়াগাম্বি জুনিয়র বলেন, ‘পলাতকদের অধিকাংশকেই গুরুতর অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছিল। তারা বিচারের অপেক্ষায় ছিল।’