04/21/2025 ইকার্দি-নেইমারের গোলে পিএসজি চ্যাম্পিয়ন
amaderodhikarpatra@gmail.com
১৪ জানুয়ারী ২০২১ ১২:৫০
ইকার্দি-নেইমারের গোলে পিএসজি চ্যাম্পিমাউরি ইকার্দি ও নেইমার দ্য সিলভা জুনিয়রের গোলে ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি। বাংলাদেশ সময় বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে ফাইনালে ঘরের মাঠে অলিম্পিক মার্সেইকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
নিয়ম অনুযায়ী গেল মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন দল পিএসজি ও রানার্স আপ দল মার্সেই সুপার কাপের ফাইনাল খেলার সুযোগ পায়। তবে পিএসজিকে হটাতে পারেনি মার্সেই।
এদিন দীর্ঘ এক মাস পর উরুর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৫ মিনিটে কোচ অ্যাঙ্গেল ডি মারিয়াকে উঠিয়ে নেইমারকে সুযোগ দেন। আর সেই সুযোগ তিনি ভালোভাবেই কাজে লাগান। মাঠ দাবড়িয়ে খেলেন তিনি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে নেন দলকে। অবশ্য তার আগে ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন তারকা ইকার্দি প্রথম গোলটি করেন।
অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ দেয় মার্সেই। ৮৯ মিনিটে ফ্লোরিয়ান থাউভিয়ানের ক্রস থেকে দিমিত্রি পায়েত গোলটি করেন। এই গোলে কেবল ব্যবধানই কমেছে।
শেষ পর্যন্ত ইকার্দি ও নেইমারের গোলে ২-১ ব্যবধানে মার্সেইকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জিতে নেয় পিএসজি।
যা ছিল নতুন কোচ মাউরিজিও পচেত্তিনোর ক্যারিয়ারের প্রথম শিরোপা। এর আগে তিনি টটেনহ্যাম হটস্পারকে ২০১৫ সালে কারাবাও কাপ ও ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু শিরোপা জিততে পারেননি।