04/21/2025 সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ
amaderodhikarpatra@gmail.com
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫০
* এস এম শামীম সৈকত।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী উইন্ডিজকে ধবলধোলাই করেছে টাইগাররা। ওয়ানডে শেষে তাই সবার চোখ এখন টেস্ট সিরিজের দিকে। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দুদলের প্রথম টেস্ট।
১১ মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। তাই এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে ডমিঙ্গো বাহিনীর। ব্যাটিং নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। তবে ওপেনিংয়ে তামিমের সঙ্গী কে হচ্ছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সাদমান/সাইফ নাকি অন্য নতুন কেউ?,,, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও সাকিব খেলছেন এটা মোটামুটি নিশ্চিত।
আর কন্ডিশন বিবেচনায় পেস অ্যাটাকের বদলে স্পিন নির্ভর দল হবে বলে আভাস মিলেছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
অন্যদিকে, বাজেভাবে ওয়ানডে সিরিজ শেষ করলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ।
বিশেষ করে তাদের বেশ কিছু পরীক্ষিত ক্রিকেটার এই ফরম্যাটের জন্য তৈরি থাকায় নির্ভার কোচ ফিল সিমন্স। তার ওপর গেল বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ক্যারিবিয়ানরা। সেই দিক থেকে কিছুটা হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে উইন্ডিজ।
দীর্ঘ বিরতির পর আজ উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। অতীত অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয় র্যাঙ্ক টার্নার পিচেই খেলা হবার সম্ভাবনা বেশি। বর্তমান এই ক্যারিবিয়ান টেস্ট দল থেকে আমরা অনেকাংশেই এগিয়ে আছি।
কিন্তু ভয় একটা জায়গায়। আমাদের টপ অর্ডারের প্রথম ৪ জন ই বাঁহাতি। তামিম,সাদমান/সাইফ,শান্ত,মমিনুল এই ৪ জনের যোগ্যতা নিয়ে আমার কোন সংশয় নেই। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই কারণে উইন্ডিজ স্পিনার রাকিম কর্ণওয়েল বাড়তি সুবিধা পাবে।
প্রস্তুতি ম্যাচের ১ম ইনিংসেও তিনি অনেক ভালো বোলিং করেছেন। বাংলাদেশের ইনিংসের অর্ধেক(৫) উইকেট একাই নিয়েছেন। বাংলাদেশী বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য আতংকের নাম হতে পারে কর্নওয়াল।
তবে টাইগাররা স্পিনাররাও কম যাবেন না। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বলেন, আমরা জানি এখানকার(চট্টগ্রাম) উইকেট হবে শুষ্ক। স্পিনাররা সুবিধা পাবেন। বাংলাদেশের স্পিনার দের সামলানোই হবে বড় চ্যালেঞ্জ মোকাবিলা।
তিনি আরও বলেছেন, তবে বাংলাদেশকে এর আগে আমরা পেসারে ঘায়েল করেছি। এবারও সেখানে ভরসা রাখতে চাই। তবে সাকিব আল হাসান কে একটু তো ভয় করছেন উইন্ডিজ অধিনায়ক।
এবার আসা যাক অন্য কথায়। এমনিতেই প্রায় ১ বছর পরে টেস্ট খেলতে নামছে মমিনুল বাহিনী। সেটাও আবার বন্দর নগরী চট্টলার সাগরিকায়। এখন প্রশ্ন হলো এই টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে?
সেটা নিয়ে একটি আলোকপাত করা যাক,
তামিমের সঙ্গী হিসেবে সাইফ কিংবা সাদমান খেলতে পারেন ওপেনিংয়ে। এছাড়া ওয়ানডে এতদিন সাকিব খেললেও কোচ ও দলের টিম ম্যানেজার আস্থা রাখতে চান নাজমুল হোসেন শান্তর উপর। আর চার নাম্বারে মমিনুল, পাঁচে মুশফিক ও ছয়ে সাকিব খেলবেন বলে জানিয়েছেন কোচ। এছাড়াও দলে তিন অভিজ্ঞ স্পিনারের পাশাপাশি দুই পেসারকে একাদশে রাখতে চান কোচ রাসেল ডমিঙ্গো।
মমিনুলের নেতৃত্বে বাংলাদেশ যে চারটি টেস্ট খেলেছে তার ৩ টাই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে সর্বশেষ গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য জয় লাভ করছিল মমিনুলরা। ১ বছর পরে নিশ্চয়ই উইন্ডিজের বিপক্ষে সেই জয়পর ধারাবাহিকতা বজায় রাখতে ভুল করবেন না টাইগাররা। ভক্ত সমর্থকরা তাই আজ তাকিয়ে থাকবেন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ....
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম, সাইফ, শান্ত, মমিনুল, মুশফিক, সাকিব, লিটন, মিরাজ, তাইজুল, মুস্তাফিজ ও আবু জায়েদ রাহি।
দ্বাদশ ব্যাক্তিঃ ইয়াসির আলী রাব্বি।.....