04/21/2025 স্প্যানিশ কাপের সেমিতে বার্সা: জয় পেল পিএসজিও
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২০
নিজস্ব প্রতিবেদক
আশার আলো পেল বার্সেলোনার ভক্তরা। সেভিয়াকে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিশ কাপের সেমিতে মেসির বার্সালোনা ।
নিজেদের মাঠে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে জিতেছে ৬-১ গোলে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৩ ব্যবধানে।
খেলার শুরু থেকেই ন্যু ক্যাম্পে দাপট ছিল স্বাগতিকদের। খেলার ১৩তম মিনিটে তারা এগিয়ে যায় ফিলিপে কৌতিনিয়োর পেনাল্টি গোলে। ডি-বক্সে লিওনেল মেসি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।
এরপর স্পট কিক পেয়ে যায় সেভিয়াও। ২৪তম মিনিটে রোকি মেসাকে ফাউল করেন জেরার্ড পিকে। কিন্তু এভার বানেগার স্পট কিক আটকে দেন বার্সার গোলকিপার ইয়াসপের সিলেসেন।
খেলার ৩১তম মিনিটে কাতালান ফুটবল ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইভান রাকিতিচ।
বুধবার এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে বার্সার সঙ্গী হয়েছে রিয়াল বেটিস। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতেছে দলটি।
এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে পিএসজি বড় জয় পেয়েছে। দিহনকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
দলের প্রধান তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছেন কিলিয়ান এমবাপে।
পিএসজিতে নেইমারের অভাব বুঝতে দিচ্ছেন না তরুণ এই ফ্রেঞ্চ তারকা।
খেলা শুরুর মাত্র ছয় মিনিটেই গোল করে পিএসজিকে লিড এনে দেন ময়েস কিন। এরপর দিহন ডিফেন্ডার সেলিনা হাত দিয়ে বল থামালে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো এক গোল দিহনের জালে। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে পেরেইরার গোলে ৪-০ গোলের জয় এনে দেন। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
অন্যদিকে হেল্লাস ভেরোনার সাথে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর দল।
শহীদুল/