04/21/2025 ড্রোন ব্যবহার করে মশা মারবে ঢাকা সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২১ ০০:০৩
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যেসব জলাশয়ে সনাতন পদ্ধতিতে ওষুধ ছেটানো সম্ভব না সেসব জয়গায় কীটনাশক দিতে ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
দেশে তৈরি এই ড্রোনের সাহায্যে প্রতি দুই মিনিটে ১০ লিটার লার্ভিসাইড ছেটাতে সক্ষম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়েদুর রহমান বলেন, “যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না সে সে এলাকায় ড্রোনের মাধ্যমে যাতে আমরা মশার ওষুধ স্প্রে করতে পারি। আমরা অল্প সময়ে যাতে অনেক জায়গা স্প্রে করতে পারি এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য”।
একটি ব্যাটারিতে ২৫ মিনিট আর ডাবল ব্যাটারিতে ৫০ মিনিট উড়তে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছেটাতে পারবে পাঁচ লিটার কীটনাশক। প্রাথমিকভাবে তৈরি এই ড্রোন ২০ লিটার পর্যন্ত বহন করতে সক্ষম।
পরীক্ষা-নিরীক্ষা সফল হলে শিগগিরই রাজধানীর লেকে মশক নিধনের কাজ করবে এই যন্ত্র।
শহীদুল/