10/25/2025 সাভারে ট্রাকের ধাক্কায় সাভার সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান নিহত
সাভারে ট্রাকের ধাক্কায় সাভার সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান নিহত
Biplob
২১ March ২০২১ ১৭:৪৫
বিপ্লব,সাভারঃ সাভারে ট্রাকের ধাক্কায় সাভার সরকারী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া (২৫) নিহত হয়েছে।
শনিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া কোর্টবাড়ি এলাকার রতন মোল্ল্যার ছেলে।
পুলিশ বলছে,গভীর রাতে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া মোটরসাইকেল করে সাভারে যাচ্ছিলেন পরে তার মোটরসাইকেলটি পাকিজা এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বলেন,ঘাতক ট্রাককে আটক করার চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com