04/20/2025 সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকায় টেলিমেডিসিন সেন্টরের শুভ উদ্ধোধন
Biplob
১২ এপ্রিল ২০২১ ০৪:৪৬
বিপ্লব,সাভারঃ সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকায় টেলিমেডিসিন সেন্টরের শুভ উদ্ধোধন করা হয়েছে।
রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এলজিএসপি-৩, স্থানীয় সরকার এর অর্থায়নে ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক তত্তাবধানে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এর পরিচালনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিসিন এর সহযোগিহায় কোভিক-১৯ পরিস্থিতিতে গ্রামীন মানুষের স্বাস্থ্য সেবা পৌছে দিতে এ কার্যক্রম শুরু করা হয়।
টেলিমেডিসিন সেন্টার উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) ছানিয়া আক্তার। এসময় তেঁতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।