04/20/2025 দেশে সর্বোচ্চ রেকর্ড করোনায় মৃত্যু ১০১
Biplob
১৭ এপ্রিল ২০২১ ০১:১৩
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১০১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশে ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হলো।
গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর এক দিনে এত মৃত্যু আর কখনও দেখেনি বাংলাদেশ। বিডিনিউজ
গত দুদিন ধরে দৈনিক মৃত্যু ৯০-এর বেশি ছিল। গতকাল বৃহস্পতিবার ৯৪ জন এবং গত বুধবার ৯৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি।