04/20/2025 নোয়াখালীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক।
Biplob
২৬ এপ্রিল ২০২১ ০৫:৩৪
মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ রবিবার (২৫ এপ্রিল ২০২১) সকাল ১১ টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে করোনাভাইরাস মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে, চলমান লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন ট্রাক লড়ি ও আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন,নোয়াখালী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান।
এ সময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের হাতে এই উপহার পৌছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।