04/20/2025 ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়ের পাশে রেশমা জামান
Biplob
১০ মে ২০২১ ০২:৩৮
কেরানীগঞ্জ, প্রতিনিধিঃ করোনা-সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকে৷ কোথাও বসেছে ‘মানবতার বাজার'৷
কোথাও মাত্র এক টাকায় খাদ্যপণ্য কিনতে পারছেন গরিব মানুষ৷ কোথাও অসহায়দের সহায় হয়েছে ‘মানবতার ঘর’৷
এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান করোনা সংকটে র শুরু থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা র দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে এলাকা বাসীর কাছে।
এবছর ও তার নিজ অর্থায়নে রবিবার (৯মে) সকাল থেকে তিনি নিজে উপস্থিত থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই সহযোগিতা প্রদান করে আসেন। এবং মাস্ক বিতরণ করেন। এইসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ।
এ প্রসঙ্গে যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান বলেন, সামর্থ্য অনুযায়ী প্রতিবারের মতো এবছরও করোনা র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
সকলের কাছে আহ্বান ‘করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন’