04/20/2025 করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে দেশে
amaderodhikarpatra@gmail.com
১৭ নভেম্বর ২০২১ ১১:০০
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২১ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। আজ মারা গেছে ২ জন, এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৩ জন।
গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছে। গতকাল এই রোগে ৪ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ২ জনই নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার কমেছে দশমিক ২৯ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ০৩ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২১৩ জন। গতকাল ১৭ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩৪ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৩ জন। শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।