04/19/2025 লন্ডন হামলা : আইএসের দায় স্বীকার
Admin 1
৫ জুন ২০১৭ ১৭:১৬
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শনিবারের সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ। এদিকে এই হামলার তদন্ত চলছে। হামলায় সাত জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
রোববার মেট্রোপলিটান পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক রওলি বলেন, তিন হামলাকারীর পরিচয় উদঘাটনে পুলিশ ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।’
খবর সিনহুয়া’র।
হামলাকারীরা শনিবার রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে ও ছুরিকাঘাত করে।
রিওলি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে হামলায় ব্যবহৃত সাদা রঙের গাড়িটিকে সম্প্রতি এক হামলাকারী ভাড়া করেছিল।’
রোববার ব্রিটিশ গণমাধ্যম জানায়, শনিবারের এই হামলার তদন্ত চলাকালেই আইএস এর দায় স্বীকার করেছে।
জিহাদি গোষ্ঠীর সংবাদ মাধ্যম আমাক এক বার্তায় জানায়, ‘ইসলামিক স্টেট যোদ্ধাদের একটি নিরাপত্তা ইউনিট গতকাল লন্ডনে এই হামলা চালিয়েছে।’