04/21/2025 বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টনে মহিলা দ্বৈতের ফাইনালে বাংলাদেশ
amaderodhikarpatra@gmail.com
৮ ডিসেম্বর ২০২১ ১০:৫৩
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২১ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র(অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১’ এ মহিলা দ্বৈতের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার- স্মৃতি রাজবংশী জুটি। স্বদেশী রহিমা জেরিন আহমেদ-ফারজানা সুলতামা ঐশি জুটির বিপক্ষে ওয়াক ওভার পান তারা।
আজ মঙ্গলবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা এককে বাংলাদেশের নাসিমা খাতুন ৮-২১, ৬-২১ পয়েন্টে ইন্দোনেশিয়ার চিয়ারা মারভেলা হান্দোইওর কাছে হেরেছেন। একই ইভেন্টে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ৭-২১, ১০-২১ পয়েন্টে ভারতের শ্রেষ্ঠা রেড্ডি কান্নারেড্ডির বিপক্ষে হেরেছেন। অন্য এক ম্যাচে বাংলাদেশের মোসা: ফারহানা ইসলাম ইমু ৮-২১, ১০-২১ পয়েন্টে ভারতের ফানি ভেন্নেলা মুদুনুরির কাছে পরাজিত হন।
পুরুষ এককে ইন্দোনেশিয়ার ইউহানো সাউট মার্সেলানোর বিপক্ষে ২১-৯,২১-৬ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মো. রাসেল বাবু। একই ইভেন্টে বাংলাদেশের খন্দকার আব্দুস সোয়াদ ২১-১৮,২১-১৫ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার হেন্ড্রি লেন্ডারের কাছে।
একই ইভেন্টে দিনের শুরুতে বাংলাদেশের শাহেদ আহমেদ ২১-১৬,২১-৬ পয়েন্টে শ্রীলংকার আশিনশা হার্থাকে পরাজিত করেছেন। বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ্ ২১-১৪,২১-৯ পয়েন্টে ইন্দোনেশিয়ার মোহ.যাকি ওবাইদিল্লাহকাছে হেরেছেন। মালোয়শিয়ার ম্যাথুই শংকর থেউ ২১-৪,১১-২ (অব.) পয়েন্টে বাংলাদেশের মো. শাখাওয়াত হোসেনকে হারিয়েছেন।
পুরুষ একক ইভেন্টেই বাংলাদেশের মো.সাগর শেখ ১৩-২১ ১২-২১ পয়েন্টে ইন্দোনেশিয়ার ইকবাল ডায়েজ শাইপুত্রার বিপক্ষে এবং বাংলাদেশের রাজিব চন্দ্র দাস ৭-২১,৫-২১ পয়েন্ট ইন্দোনেশিয়ার বধি রটনা তেজা গোতামার কাছে হেরেছেন।
এ ইভেন্টে জয় পেয়েছেন বাংলাদেশের দুই খেলোয়াড় আকিব সোলাইমান ও রাজু আহমদ। আকিব সোলাইমান ২১-১৮,১৬-২১,২১-১৬ পয়েন্টে ভারতের শাহিল শর্মার বিপক্ষে এবং রাজু আহমেদ ২১-১০,২১-৯ পয়েন্টে মালদ্বীপের ইব্রাহিম হাইশামের বিপক্ষে জয়ী হয়েছেন ।
অপর দুই ম্যাচে শ্রীলংকার বীরেন নেট্টাসিংহে ২১-১১, ২১-১৪ বাংলাদেশের মো.নাজমুল ইসলাম জয়কে এবং ইন্দোনেশিয়ার জেসন ক্রিস্ট আলেক্সান্ডার ২১-১০, ১৮-২১, ২১-১৪ পয়েন্টে বাংলাদেশের গৌরব সিংহকে হারিয়েছেন।
তব অন্য এক ম্যাচে বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ ২১-১৭,২১-১৫ পয়েন্টে ভারতের অভিনব কার্তিক রাজনকে হারিয়েছেন।
বিকেলে পুরুষ এককে ইন্দোনেশিয়ার হেন্ডরি লিন্ডার ২১-১৫,২১-৬ পয়েন্টে বাংলাদেশের শাহেদ আহমেদকে হারান।
পরের তিন ম্যাচেই ইন্দোনেশিয়ার বধি রটনা তেজা গোতামার বিপক্ষে ২১-৯,২১-৬ পয়েন্টে বাংলাদেশের আকিব সোলাইমান, ইন্দোনেশিয়ার আলভি ফারহানের বিপক্ষে ২১-৮,২১-৫ পয়েন্ট বাংলাদেশের রাজু আহমেদ এবং ইন্দোনেশিয়ার জেসন ক্রিস্ট আলেক্সান্ডার ২১-১৩,২১-৮ পয়েন্টে বাংলাদেশের এস এস এম সিফাত উল্লাহ পরাজিত হন।
মহিলা এককে ইন্দোনেশিয়ার তাসিয়া ফারানাইলার কাছে ২১-৪,২১-৬ পয়েন্টে বাংলাদেশের ফারবিন বিনতে ইমদাদ হৃদিতা, ভারতের কাউর মাহনুরের বিপক্ষে ২১-১৪,২১-৭ পয়েন্টে বাংলাদেশের ফারজানা সুলতানা ঐশী পরাজয় বরণ করেন।
বাংলাদেশের রহিমা জারিন আহমেদের বিপক্ষে ওয়াক ওভার পান ইন্দোনেশিয়ার বিলকিস প্রাসিস্তা।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড: আবদুল মালেক।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসান প্রমুখ।
তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন