04/19/2025 চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
amaderodhikarpatra@gmail.com
১৩ ডিসেম্বর ২০২১ ১০:৩৮
চট্টগ্রাম, ১২ ডিসেম্বর, ২০২১ : স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। মৃত্যুদন্ডের আদেশপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. রিয়াজ হোসেনকে (৩২) মৃত্যুদন্ডাদেশ দেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকার অর্থদন্ডও দেয়া হয়, যা পাবেন ভিকটিমের পরিবার।
২০১৪ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রী রুমা বেগমকে হত্যা করে মো. রিয়াজ। ঘটনার পর নিহত রুমার বাবা সিরাজুল হক বাদী হয়ে রিয়াজের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।