04/24/2025 ইসরাইলি সৈন্যের গুলিতে পশ্চিমতীরে ফিলিস্তিনি নাগরিক নিহত
amaderodhikarpatra@gmail.com
১৪ ডিসেম্বর ২০২১ ০১:৫৫
নাবলুস (ফিলিস্তিন), ১৩ ডিসেম্বর, ২০২১ : ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরে সোমবার ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে দেশটির এক নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
ফিলিস্তিনি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জামিল আল-কায়াল। বয়স ৩১ বছর। নাবলুস নগরীর রাস আল-আইন এলাকায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লাগায় তিনি মারা যান।
এদিকে ইসরাইলি পুলিশ জানায়, সৈন্যদের সহযোগিতায় বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে সন্দেহভাজন একজনকে গ্রেফতার এবং আধা-স্বয়ংক্রিয় একটি অস্ত্র উদ্ধার করেছে।