04/20/2025 বাউবি’র এইচএসসি এবং এমডিএমআর পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে শুরু
amaderodhikarpatra@gmail.com
১৫ ডিসেম্বর ২০২১ ০৬:১৮
গাজীপুর, ১৪ ডিসেম্বর, ২০২১ : বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩২৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৮১ হাজার ৮৯৬ জন এবং নারী পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৬ জন।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে।
এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি ২০২২ শনিবার এ পরীক্ষা শেষ হবে।
এছাড়াও বাউবি পরিচালিত মাস্টার অব ডিজএ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর) প্রোগামের ২১২ টার্ম ১ম বর্ষ ২য় সেমিস্টার (২০২১ ব্যাচের) পরীক্ষাও একই দিনে শুরু হবে। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলবে । আগামী ১ জানুয়ারি ২০২২ শনিবার এ পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন।