04/21/2025 বিশ্ব বাজারে কমেছে তেলের দাম
৭ এপ্রিল ২০২২ ২১:১৪
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম করেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে ১২ কোটি ব্যারেল ছাড়ার ঘোষণা দেওয়ার পর ১০০ ডলারের নিচে নেমে এসেছে জ্বালানি তেলের দাম। খবর: রয়টার্স
বুধবার রাতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল সাড়ে ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ ডলার ৫৯ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দর প্রায় একই পরিমাণ কমে ১০৩ ডলার ৩৩ সেন্টে বিক্রি হচ্ছে।
এর আগে গত ১৫ মার্চ যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে আলোচনায় বসার কূটনৈতিক প্রচেষ্টার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি প্রশমিত হয়েছে। দুই ধরনের তেলের দামই ১০০ ডলারের নিচে নেমে এসেছিল। ওই দিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল প্রতি ব্যারেল ৯৫ ডলার ৩০ সেন্টে নেমে এসেছিল। আর ব্রেন্ট তেল ৯৯ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়।
কাজাখস্তানে প্রবল ঝড়ের কারণে বার্থ বা জাহাজ ভেড়ানোর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ফের বেড়ে যায় তেলের দাম। ২৩ মার্চ ব্রেন্ট তেলের দাম ১২২ ডলারে উঠে যায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দর বেড়ে ১১৫ উঠে।
অস্থির তেলের বাজারে আগুন নেভাতে ৩১ মার্চ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম ভান্ডার (রিজার্ভ) থেকে রেকর্ড ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। এরপর থেকেই কমতে থাকে দাম।
এরই মধ্যে বুধবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে ১২ কোটি ব্যারেল ছাড়ার ঘোষণা দিয়েছে। আর এ ঘোষণাতেই তেলের দাম ফের ১০০ ডলারের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।