04/20/2025 মারা গেছেন সংসদ সদস্য এমিলি’র মা দিলওয়ারা হাসিন
Admin 1
৯ জুন ২০১৭ ২১:০৫
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি’র মা দিলওয়ারা হাসিন শুক্রবার বিকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তিনি চিকনগুনিয়া রোগে আক্তান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার স্কায়ারে চিকিৎধীন অবস্থায় নিমুনিয়া ধরা পড়ে এবং সে লাইফ সাপোর্টে চলে যান। বুধবার তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও ৩ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নের হারিদিয়া কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন এমিলির এপিএস মাহাবুবুর রহমান টিটু।
সংসদ সদস্য এমিলি তার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে সংসদ সদস্য এমিলির মায়ের ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের এমপি এ্যাড. মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-৩ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ, দৈনিক কালের কন্ঠের সম্পাদক প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, মুন্সীগঞ্জ জেলা আওয়াম লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিচ-উজ-জামান, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, লৌহজং উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব ফকির আব্দুল হামিদ, উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার প্রমুখ।