04/21/2025 নিউমার্কেটে সংঘর্ষে ৩৫ শিক্ষার্থী আহত
২০ এপ্রিল ২০২২ ০০:১৬
রাতে কয়েক দফা সংঘর্ষের পর সকালে আবারও রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেন, গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছে৷ অন্যদিকে ব্যবসায়ী পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি তাদের।
এর আগে সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথাকাটাকাটির’ জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় মিরপুর সড়কটি রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার পুরো সময় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষ চলাকালে গোটা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।