04/22/2025 ব্রাজিলের সঙ্গে খেলতে চায় না আর্জেন্টিনা
২৪ এপ্রিল ২০২২ ০৯:২৭
আগের ম্যাচ বাতিল হওয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে আবার একটা প্রীতি ম্যাচ খেলার কথা জুনে। তবে আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা ব্রাজিলের সঙ্গে ম্যাচটি খেলতে চায় না।
কিন্তু ফিফা গতকাল আবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নির্দেশ দিয়েছে, আগামী সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে। যদিও এর আগে ম্যাচটি ব্রাজিলেই হবে জানালেও নতুন করে এএফএ-র মহাসচিব ভিক্তর ব্লাঙ্কোকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর ম্যাচটা হবে, তবে কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
করোনা বিধিনিষেধে দুই দলের আগের ম্যাচটি মাঠে গড়ালেও ৭ মিনিটেই আনভিসার কর্মকর্তারা মাঠে ঢোকায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে স্থগিত করা হয়।
প্রথমে ফিফার ভাবনা ছিল, যেহেতু ব্রাজিলের মাটিতে হতে যাওয়া ম্যাচটিই পন্ড হয়েছে, তাই ব্রাজিলেই হবে এবারের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। কিন্তু পরে শোনা যায়, ব্রাজিলের বদলে অন্য কোথাও ম্যাচটা নিয়ে যাওয়ার ভাবনাও আছে।
এদিকে ১১ জুন ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচের টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলাটা হলো, আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে এভাবে পরপর দুটি ম্যাচ খেলতে চাইছে না।
প্রীতি ম্যাচও তো চাইলেই বাদ দিয়ে দেওয়া যায় না। ফিফার অনুমতি নিয়েই ম্যাচটি আয়োজিত হচ্ছে, সেখানে বিজ্ঞাপন-সম্প্রচারক সংস্থাসহ কোটি টাকার বিনিয়োগ আছে। সেই ম্যাচ বাতিল করতে যাওয়া মানে আইনি ঝামেলা ডেকে আনা। এদিকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের সূচি শেষ করতে বাছাইপর্বের এই ম্যাচটিও আয়োজন করতে চায়। ২২ সেপ্টেম্বরে ম্যাচ হওয়া মানে বিশ্বকাপের তখন আর মাস দুয়েকও বাকি থাকবে না। বিশ্বকাপের আগে ছয় মাসের মধ্যে নেইমারদের বিপক্ষে দুবার খেলতে চায় না মেসির আর্জেন্টিনা।
তাছাড়া জুনে মৌসুমের মাঝের বিরতির সময়ে খেলোয়াড়দের যখন ছুটিতে থাকার কথা, তখন ইউরোপ থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে ওই ম্যাচ খেলাটা বাড়তি ধকল হবে বলেই মনে হচ্ছে আর্জেন্টিনার দল সংশ্লিষ্টদের।