04/19/2025 কিয়েভে বিমান হামলার কথা স্বীকার করল রাশিয়া
odhikarpatra
৩০ এপ্রিল ২০২২ ২২:১৬
মিডিয়া গ্রুপ জানায়, মার্কিন আর্থিক সহায়তায় চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির প্রডিউসার ভেরা গিরিচ এর বসবাস করা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নিহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা এ হামলার কাজে ‘একেবারে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূর পাল্লার আকাশ ভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে, যা কিয়েভের আর্টিয়ম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন ও স্পেস এন্টারপ্রাইজ-এ আঘাত হানে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবারের হামলার কঠোর আন্তর্জাতিক জবাব দেয়ার আহ্বান জানান। এ নগরীতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে তার বৈঠকের পর পরই এ হামলা চালানো হয়।