04/22/2025 চেন্নাইয়ের অধিনায়ক পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
১ মে ২০২২ ২২:১৯
আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ মৌসুমের শুরুতে ধোনি দায়িত্ব ছাড়ায় জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হয়।
কিন্তু নেতৃত্বের চাপ জাদেজার পারফরম্যান্সে প্রভাব ফেলছিল। দলও ভালো করছে না। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে চেন্নাই ম্যাচ হেরেছে ৬টি। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে।
দল হারের বৃত্তে থাকায় মাঝপথেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন রবীন্দ্র জাদেজা। ফলে আইপিএলের মাঝপথে আবারও চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ায় জাদেজা ধোনিকে আবার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন। দলের কথা চিন্তা করে ধোনিও প্রস্তাবে রাজি হন। চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে বলেছে, ‘এম এস ধোনি দলের বৃহত্তর স্বার্থের কথা ভেবে চেন্নাইয়ের অধিনায়কত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন, জাদেজা যেন নিজের খেলার মনোযোগ দিতে পারেন।’
তবে ফ্র্যাঞ্চাইজির সূত্র জানাচ্ছে, রবীন্দ্র জাদেজার ‘নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছা’ থেকে অধিনায়কত্বটা ধোনিকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটা কেবলই তাদের ভেতরের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসেনি।