04/20/2025 ফরিদপুরে ঈদের দুপুরে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত
odhikarpatra
৪ মে ২০২২ ০৯:০৫
নিহতরা হলেন- উপজেলার চর দৈত্যকাঠি গ্রামের হাসেম মোল্যার ছেলে আকিদুল মোল্যা (৪৬) এবং একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সহকারী পুলিশ সুপার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক এবং আরিফুর হোসেনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের নিজের সমর্থক বলে দাবি করেন মোস্তফা জামান।
তিনি বলেন, “বাজারের পাশেই আমাদের বাড়ি। দুপুরে কয়েকজন বাজারে চা খেতে যায়। এ সময় আরিফের লোকজন আট থেকে ১০টি মোটরসাইকেল করে এসে হঠাৎ হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রে আমার ভাইসহ বেশ কয়েকজন আহত হয়। দুইজন মারা গেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।“
বোয়ালমারী থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, “দুপক্ষের মধ্যে মাঝেমধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানি না। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”