04/19/2025 বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিলেটে
odhikarpatra
৯ মে ২০২২ ০৭:৩৩
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটের ডিআইজি মফিজুর রহমান ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ও মোগলগাঁও ইউনিয়ন দল মুখোমুখি হয়।
এর আগে, দুপুরে সিলেট বিকেএসপির নব নির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিকেএসপির মহাপরিচালক এএকে এম মাজহারুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
অচিরেই বিকেএসপিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘এখানে সুইমিংপুল ও জিমনেসিয়াম তৈরি করা হবে। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি। তাই সিলেট বিকেএসপির সামগ্রিক উন্নয়নে যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করা হবে।