04/20/2025 বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬
Admin 1
১৩ জুন ২০১৭ ১০:৫৬
বান্দরবানের বিভিন্ন স্থানে ভারী বর্ষণে ফলে পাহাড় ধসে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জেলার কালাঘাটা, আগাপাড়া ও জেলেপাড়ায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের লেমু ঝিড়ি জেলেপাড়া এলাকার আবদুল আজিজের স্ত্রী কামরুন্নাহার বেগম (৪০), তার মেয়ে সুখিয়া বেগম (৮), কালাঘাটা এলাকার রেবা ত্রিপুরা (২২), লেমু ঝিড়ি আগাপাড়া এলাকার তিন শিশু- মিতু বড়ুয়া, শুভ বড়ুয়া ও লতা বড়ুয়া।
বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ পাহাড় ধসে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়।