04/19/2025 মুন্সিগঞ্জে ধান ক্ষেত থেকে ককটেল ও রামদা উদ্ধার করেছে পুলিশ।
odhikarpatra
১৪ মে ২০২২ ১০:৪৭
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি ককটেল ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) রাত ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও রামদা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় এখন ধান কাটার মৌসুম চলছে। সেখানে স্থানীয়রা কৃষক শামসুল ইসলামের ধান ক্ষেতে ককটেল ও রামদা গুলো পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে তাৎক্ষনিক ভাবে বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে অবহিত করে।স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। ককটেল গুলো বালু ভর্তি বালতিতে করে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেলগুলো নিস্ক্রিয় করে তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#