04/24/2025 নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুক হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২২ ২২:১৮
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে বাফেলো শহরের ব্যস্ত সুপার মার্কেটে প্রবেশ করে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। অভিযুক্তকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। এমন ঘটনাকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, শনিবার ব্যস্ত সুপার মার্কেটে প্রবেশ করে ওই তরুণ। হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন হিংসাত্মক চরপন্থা হিসেবে অ্যাখিয়ত করেছে।
এ ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বাফেলো শহরের এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া। স্থানীয় পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া বলেন, অভিযুক্ত হামলাকারীকে ওই এলাকায় গাড়ি নিয়ে কয়েক ঘণ্টা ঘুরতে দেখা যায়। তার বন্দুকের হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। হামলায় আহত হন তিনজন। এদের সবাই সুপার মার্কেটে কাজ করতেন।
হত্যার অভিযোগে তাকে আটক অভিযুক্তকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রায় এমন বন্দুক হামলার ঘটনা দেখা যায়। অস্ত্র ব্যবহারে সরকার কঠোর অবস্থানে না যাওয়ায় এমন ঘটনা বাড়ছে।