04/19/2025 ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই শীর্ষক আলোচনায়
odhikarpatra
১৯ মে ২০২২ ১৩:৫১
হলোকাস্টের পর পৃথিবীর নৃশংসতম এবং দ্বিতীয় বৃহত্তম গণহত্যাটি অনুষ্ঠিত হয়েছিল এই বাংলাদেশে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। শুধু ৩০ লক্ষ নিরপরাধ বেসামরিক লোককে হত্যা নয়, গণহত্যার অন্যান্য উপাদানের দিক থেকেও এই ঘটনা পৃথিবীর গণহত্যার ইতিহাসে অন্যতম উদাহরণ হয়ে আছে, যার মধ্যে আছে প্রায় ৫ লক্ষ নারীর সম্ভ্রমহানি; ১ কোটি মানুষের ভারতের উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় গ্রহণ; জীবন ও সম্ভ্রম বাঁচাতে ৩ কোটি মানুষের নিজ দেশে নিজের বাসস্থান ছেড়ে, নগর-জনপদ ছেড়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে, সেখান থেকে আরেক গ্রামে ক্রমাগত অস্থির ভাসমান জীবন; পাকিস্তানি বাহিনীর সাথে তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি, মুসলিম লীগ, জামাত, ইসলামী ছাত্র শক্তি (এখন যার নাম ইসলামী ছাত্র শিবির), নেজামে ইসলাম ইত্যাকার নামের বাঙ্গালি-বিরোধী অপশক্তিগুলোর নির্বিচার অগ্নি-সংযোগ, লুট, ঘরবাডি-জমি দখল ইত্যাদি। অর্থাৎ সর্বঅর্থে একাত্তরের গণহত্যা একটা জাতিগত নিধনের পর্যায়ে গিয়ে গণহত্যার সব একাডেমিক শর্তাবলী পূরণ করেছিল। অথচ এই দেশের পেয়ারা পাকিস্তানপন্থী কিছু ব্যক্তি এখনো একে গণহত্যা বলে স্বীকার করতে চায় না। আন্তর্জাতিক মহলে পাকিস্তান তার মুসলিম বন্ধু দেশগুলোকে ভুল বুঝিয়ে জাতিসঙ্ঘ যাতে একে গণহত্যা বলে স্বীকৃতি না দেয় সে ব্যাপারে গত ৫১ বছর ধরে সরব। কিন্তু আমরা চাই, এটা যে একটা গণহত্যা ছিল তা আন্তর্জাতিক মহল ও জাতিসঙ্ঘ স্বীকার করুক। এর মাধ্যমে আমরা শহীদদের ফেরত পাবো না, কিন্তু পাকিস্তান যে অন্যায় করেছে, তারা যে আমাদের দেশে মানবতার বিরুদ্ধে মারাত্মক অপরাধ করেছে— তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি ৫১ বছর পরে হলেও মিলবে।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের কাছে এই দাবিতে “১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তারিখ: ২০শে মে ২০২২, শুক্রবার।
সময়: বিকেল সাড়ে ৪টা।
স্থান: কেন্দ্রীয় কার্যালয় (৮৭ বশিরউদ্দিন রোড, তিনতলা, কলাবাগান, ঢাকা।
একাত্তরের এই দিনে যশোর জেলার চুকনগরে পাকিস্তানি সৈন্যরা ১০ হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে লাশ পার্শ্ববর্তী ভদ্রা নদীতে ফেলে দেয়। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং যশোর জেলা কমিটি, যশোর বিশ্ববিদ্যালয় কমিটি, কুস্টিয়া জেলা কমিটি, কুস্টিয়া বিশ্ববিদ্যালয় কমিটি ও খুলনা মহানগর কমিটির পক্ষ থেকে চুকনগর বধ্যভূমির শহীদ বেদীতে ও ভদ্রা নদীতে অশ্রুসিক্ত শ্রদ্ধার পুষ্প অর্পিত হবে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় এই কমিটিগুলো নিজ নিজ এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত করবে। কেন্দ্রীয় নেতৃবন্দসহ বুদ্ধিজীবীগণ সেগুলোতে বক্তব্য রাখবেন।
কেন্দ্রীয় ও জেলা/বিশ্ববিদ্যালয় পর্যায়ের কর্মসূচিগুলোতে প্রাণের আকুতি নিয়ে যোগ দিন।
এই আলোচনা সভায় দেশ-বিদেশের শ্রোতাদের অংশগ্রহণের সুবিধার্থে একই সাথে জুম মিটিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছে, যার লিংক, আইডি ও পাসওয়ার্ড নিচে দেয়া হলো।
দেশে-বিদেশে অবস্থানরত সব সদস্য ও শুভানুধ্যায়ীদেরকে এতে সরাসরি কিংবা জুমের মাধ্যমে যোগ দেয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।
অধ্যাপক আ ব ম ফারুক
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ।
Topic: ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই।
Join URL: https://bdren.zoom.us/j/68733295445?pwd=NDMyYko2Wm81N29xa25RUXhCWDVYUT09
Session ID: 68733295445
Session Password: 2022
Session Start time: 20 May 2022 (Friday), 4:30pm
Powered by BdREN