04/20/2025 ২৪ ঘণ্টায় দেশে কেউ করোনায় মারা যায়নি নতুন শনাক্ত ৩৪
odhikarpatra
২৬ মে ২০২২ ০৫:৪৭
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৪ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৪ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯ জন। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৯ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ।