04/10/2025 নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব : অতিরিক্ত সচিব খাদিজা
odhikarpatra
২৯ মে ২০২২ ০৮:০৪
এতে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল। এ সময় আরও বক্তব্য দেন, বাবলী সবর ও মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত জিতেন সবর।
সমাবেশে চা শ্রমিক নারীদের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ এবং বর্তমানে চা শ্রমিক নারীদের নানা সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, দেশবিরোধি অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে নারীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বিগত ২০ বছরের ধারাবাহিকতায় অনেক দূর এগিয়েছে। আজ নারীরা তাদের অধিকারের কথা বলতে পারে। নিজেদের উন্নয়নের দাবি তুলতে পারে। সরকারের গুরুত্বপূর্ণ পদপদবিতে নারীর পদচারণা। তবুও, নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। কিন্তু, নারীদের উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষের সঙ্গে একত্রে কাঁধ মিলিয়ে চা শ্রমিক জনগোষ্ঠী লড়াই করেছে। মুক্তিযুদ্ধের লড়াই ছিল আমরা সবাই ন্যায্য অধিকার পাব, ভালোভাবে জীবনধারণ করবো। কিন্তু, নারী ও চা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। প্রতিটি কাজে নারী ও পুরুষের সহযোগিতা প্রয়োজন হয়।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন অন্যতম। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের নারীদের জন্য অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।