04/20/2025 মানুষ এখন আর না খেয়ে দিন কাটায় না : ফারুক খান
Admin 1
১৬ জুন ২০১৭ ১৯:৫৯
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, মানুষ এখন আর না খেয়ে দিন কাটায় না।
দেশে বর্তমানে অভাবী ও দুঃস্থ মানুষের সংখ্যা দিন-দিন কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১০ বছর আগের বাংলাদেশ আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। দেশ এখন অনেকদুর এগিয়ে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া সুস্পষ্ট।
প্রতি বছরের ন্যায় আজ শুক্রবারও তার নির্বাচনী এলাকার গরীব দু:স্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণকালে এ তিনি কথা বলেন।
ফারুক খান বলেন, সমাজের দু:স্থদের ভাতা, বিধবা ভাতা, প্রসুতি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেস্টনী খাতে ব্যয় বাড়ানো হয়েছে।
সারাদেশের রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট তৈরি হচ্ছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, তার এলাকার ৯৫ ভাগ বাসিন্দা বিদ্যুত সুবিধার আওতায় এসেছে। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।
সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের মহাসড়কে রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি, জামায়াত ও জঙ্গিগোষ্ঠী এখনও একত্রিত হয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্বাচনী এলাকা মুকসুদপুর ও কাশিয়ানি এলাকার বিভিন্ন স্পটে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতায় তিনি যাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রমুখ।