04/20/2025 ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
odhikarpatra
৩০ মে ২০২২ ০৮:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। রবিবার সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু শ্রীংলেপছা, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো নজরুল, কলেজ ছাত্রলীগের প্রতিনিধি দিদার আলম এবং দীপংকর দেসহ সদর, পৌর এবং জেলা ছাত্রলীগের কর্মীরাউপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।