04/19/2025 আজ রাতেই চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেয়া হচ্ছে
odhikarpatra
৬ জুন ২০২২ ০৯:৪৩
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দুর্ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের এই টাকা দেয়া হবে।
শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে আজ বিকেলে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম এবং উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী শ্রমিকদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তার চেক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আজ রাতেই চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিতসাধীন শ্রমিকদের ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেয়া হবে। এছাড়া এ দুর্ঘটনায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদেরও সহায়তা দেয়া হবে। এ দুর্ঘটনায় আহত প্রত্যেক শ্রমিক এই আর্থিক সহায়তা পাবেন।
শ্রম প্রতিমন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন। আহতদের চিকিৎসায় আরো সহায়তার প্রয়োজন হলে তাও দেয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।