04/19/2025 ট্রেন দুর্ঘটনায় ইরানে ১৭ জন নিহত
odhikarpatra
৯ জুন ২০২২ ০৬:৩৯
ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় ১৭ জন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছ। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
তিনি বলেন, অহতদের অনেকের অবস্থা গুরুতর, এ কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ ২৪ টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দক্ষিণ খোরাসানের তাবাসের দূরত্ব সড়ক পথে তেহরান থেকে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মির হাসান মুসাভি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেন, ট্রেনটিতে ৩৪৮ জন যাত্রী ছিল।
তিনি বলেন, ট্রেনলাইনের কাছে থাকা ‘একটি এক্সাভেটরের সঙ্গে আঘাতের পরে এটি লাইনচ্যুত হয়।’
রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।